সৌতিঃ উবাচ
সৌতি বললেন - (তবে জানবেন ঋষিমশাইরা! আমিই প্রথম সেই মানুষটি নই যে আপনাদের মহাভারত কথা শোনাচ্ছে।) আমার আগে অন্য কবিরা এই ইতিহাস বলেছেন অনেকে, এখনও আবার এই মহাভারত কথা অনেকে বলছেন, আবার ভবিষ্যতের কবিরাও একই ভাবে বলবেন এই ইতিহাস-কথা১।
১ পণ্ডিত-সজ্জনেরা মনে করেন - এই শ্লোকই হল সেই স্বীকারোক্তি, যেখানে মহাভারতের কবি স্বীকার করে নিচ্ছেন যে, বিভিন্ন সময়ে মহাভারতের মধ্যে প্রক্ষেপ ঘটেছে এবং মহাভারতের যে অবয়বটি এখন আমরা দেখতে পাই তা সম্পূর্ণ হয়েছিল তিন থেকে চার শতাব্দী ধরে।