সৌতিঃ উবাচ
শোনো সঞ্জয়! অশ্বত্থামা 'ব্রহ্মশির' যে অস্ত্রখানি নিক্ষেপ করেছিল, সেই অস্ত্রকে অর্জুন 'স্বস্তি' শব্দ উচ্চারণ করে নিজের ব্রহ্মাস্ত্র দিয়ে শান্ত করে দিয়েছে, এবং তার পরেও আবার অশ্বত্থামা নিজের মস্তকলগ্ন উৎকৃষ্ট মণিটি অর্জুনকে দিয়ে দিয়েছে - যখন এই কথা আমি শুনলাম, তখন আমি আর কোনও জয়ের আশা করিনি।