উত্তঙ্ক উবাচ
শুনুন নিষ্পাপ মহারাজ ! আমি গুরুদক্ষিণা দেবার জন্য পৌষ্য রাজার মহিষীর কাছে দুটি কুণ্ডল আনতে গিয়েছিলাম, এই দুরাত্মা তক্ষক আমার সেই কাজটাতেও চরম বাধা সৃষ্টি করেছিল।