আদি পর্ব  অধ্যায় ৩

সৌতিঃ উবাচ

তমুপাধ্যায়ঃ প্রত্যুবাচ। এতে ত্যদনুকম্পায়া গুণবন্তো বৎসাঃ প্রভূততরং ফেনমুদ্গিরন্তি। তদেষামপি বৎসানাং বৃত্ত্যুপরোদ্ধং করোষ্যেবং বর্তমানঃ। ফেনমপি ভবান্ন পাতুমর্হতীতি। স তথেতি প্রতিশ্রুত্য নিরাহার পুনররক্ষদ্গাঃ |  ৪৯   ক
অনুবাদ

গুরু তাঁকে বললেন - গোরুর বাছুরগুলি খুব গুণবান বটে, তোমার উপর করুণা করে তারা অনেকটাই ফেনা বের করে দেয়। তাতে এটা বোঝা যায়, তুমি এই বাছুরগুলির জীবনধারণে বাধা সৃষ্টি করেই ভাল আছ। আমি মনে করি, এই অবস্থায় তোমার এই দুগ্ধ ফেন খাওয়া উচিত নয়। উপমন্যু 'তাই হবে' একথা বলে কিছুই না খেয়ে আবার গোরু চরাতে আরম্ভ করলেন।

টিকা