সৌতিঃ উবাচ
গুরু তাঁকে বললেন - গোরুর বাছুরগুলি খুব গুণবান বটে, তোমার উপর করুণা করে তারা অনেকটাই ফেনা বের করে দেয়। তাতে এটা বোঝা যায়, তুমি এই বাছুরগুলির জীবনধারণে বাধা সৃষ্টি করেই ভাল আছ। আমি মনে করি, এই অবস্থায় তোমার এই দুগ্ধ ফেন খাওয়া উচিত নয়। উপমন্যু 'তাই হবে' একথা বলে কিছুই না খেয়ে আবার গোরু চরাতে আরম্ভ করলেন।