আদি পর্ব  অধ্যায় ১

সৌতিঃ উবাচ

ভূতস্থানানি সর্বাণি রহস্যং ত্রিবিধং চ যৎ |  ৫৭   ক
বেদা যোগঃ সবিজ্ঞানো ধর্ম্মো’র্থঃ কাম এব চ ||  ৫৭   খ
অনুবাদ

[কল্পে কল্পে সৃষ্টি-স্থিতি-প্রলয়ের প্রকার বুঝিয়ে উগ্রশ্রবা সৌতি বললেন--] মহর্ষি বেদব্যাস সব কিছু আপন যোগবলে জানতে পেরেছিলেন। তিনি জানতেন—অখিল প্রাণীকুলের বাসস্থান কোথায় হয়। সব রকমের আবাস স্থানের কথাও তিনি জানতেন। জানতেন তিন রকমের রহস্যের কথাও। তিনি জানতেন চতুর্বেদ, যোগশাস্ত্র এবং ধর্ম-অর্থ-কামের তাত্ত্বিক এবং প্রায়োগিক বৈজ্ঞানিকতাও।

টিকা

ভূত অর্থ প্রাণী—জরায়ুজ, অণ্ডজ, স্বেদজ অথবা উদ্ভিদ জাতীয় প্রাণীকুল কে কোথায় থাকে সেটাই ভূতস্থান। গ্রাম, নগর, জনপদ, গোষ্ঠ, অরণ্য, পর্বত ইত্যাদি বিভিন্ন প্রাণীকুলের আবাসস্থান বা ভূতস্থান।


তিন রকমের রহস্য এমন হতে পারে যে, মারণ, উচাটন, বশীকরণ এই তিন প্রধান প্রকার আথর্বনিক অভিচার। আবার হতে পারে এটা ধর্ম-অর্থ-কামের বৈকল্পিক রহস্য। যেমন ধর্মরহস্যের ক্ষেত্রে তান্ত্রিক অভিচার-নিয়মে হিংসার আশ্রয় নিলেও সেটা অধর্ম। আবার খুব সত্যি কথা বলছি ভেবে নিছক সত্যকথনের ধর্মে একজনকে সামান্য অপরাধে মৃত্যুদণ্ডের পথ খুলে দিলাম। এখানে সত্যকথনের আড়ালে অধর্মই হয়ে গেল। অতএব এটা রহস্য। এইরকম রহস্য অর্থ-সমৃদ্ধিলাভের ক্ষেত্রেও আছে, কামের ক্ষেত্রেও আছে। সবগুলিই তাই ন্যায়-অন্যায়-রহস্যের জায়গা হয়ে ওঠে।