সৌতিঃ উবাচ
গুরু আপদধৌম্য তবুও শিষ্যকে মোটাসোটা দেখে আবারও একদিন বললেন - বাছা উপমন্যু ! আমি তোমার সমস্ত ভিক্ষার জিনিস নিয়ে নিচ্ছি, তুমি অন্য জায়গাতেও ভিক্ষায় যাও না, তবু তুমি বেশ মোটা হয়ে যাচ্ছ, কীভাবে জীবিকা চলছে তোমার ?