সৌতিঃ উবাচ
সেই সময় সর্বার্থেই পরম শ্রেষ্ঠ পরমেষ্ঠী১ ব্রহ্মা কৃষ্ণবর্ণ২ ব্যাসদেবকেও বসতে অনুমতি করলেন। তিনিও খুশি মনে, মুখে পবিত্র হাসি হেসে ব্রহ্মার আসনের কাছেই বসে পড়লেন।
১ পরমেষ্ঠী প্রজাপতি ব্রহ্মার এক নাম। পরম স্থানে সত্যলোকে স্থিত যিনি তিনি পরমেষ্ঠ বা পরমেষ্ঠী। চরম শক্তি সম্পন্ন রাজাকেও পরমেষ্ঠী বলা হয়েছে ঐতরেয় ব্রাহ্মণে।
২ দ্বৈপায়ন ব্যাসের গায়ের রঙ কালো ছিল বলেই তাঁর এক নাম কৃষ্ণ। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস।