আদি পর্ব  অধ্যায় ১

সৌতিঃ উবাচ

অনুজ্ঞাতো’থ কৃষ্ণস্তু ব্রহ্মণা পরমেষ্ঠিনা |  ৮১   ক
নিষসাদাসনাভ্যাসে প্রীয়মাণং শুচিস্মিতঃ ||  ৮১   খ
অনুবাদ

সেই সময় সর্বার্থেই পরম শ্রেষ্ঠ পরমেষ্ঠী ব্রহ্মা কৃষ্ণবর্ণ ব্যাসদেবকেও বসতে অনুমতি করলেন। তিনিও খুশি মনে, মুখে পবিত্র হাসি হেসে ব্রহ্মার আসনের কাছেই বসে পড়লেন।

টিকা

পরমেষ্ঠী প্রজাপতি ব্রহ্মার এক নাম। পরম স্থানে সত্যলোকে স্থিত যিনি তিনি পরমেষ্ঠ বা পরমেষ্ঠী। চরম শক্তি সম্পন্ন রাজাকেও পরমেষ্ঠী বলা হয়েছে ঐতরেয় ব্রাহ্মণে।


দ্বৈপায়ন ব্যাসের গায়ের রঙ কালো ছিল বলেই তাঁর এক নাম কৃষ্ণ। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস।