সৌতিঃ উবাচ
শোনো সঞ্জয় ! আমি যখন শুনলাম - বনবাসী পাণ্ডবদের কাছে প্রাচীন মহর্ষিরা দলে দলে এসেছিলেন এবং পাণ্ডবরা তাঁদের বহু সম্মান দিয়ে গ্রহণ করায় তাঁদের মধ্যে সূক্ষ্ম এবং সমপ্রাণতার আবহ তৈরি হয়েছে, তখন থেকেই আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।