সৌতিঃ উবাচ
পৌষ্য মনে মনে অনুমান করলেন - আসলে ওই ঠাণ্ডা খাবার কোনো মহিলা হয়তো বা চুল খুলে নিয়ে আসছিল। তাই তাতে চুল পড়েছে এবং খাবারটি অশুচি হয়ে গেছে। এই ভাবে ভেবে নিয়ে রাজা উত্তঙ্ককে প্রসন্ন করার চেষ্টা করলেন।