আদি পর্ব  অধ্যায় ১

সৌতিঃ উবাচ

সংবত্‍সরর্ত্তবো মাসাঃ পক্ষাহোরাত্রয়ঃ ক্রমাৎ |  ৪৬   ক
যচ্চান্যদপি তৎ সর্ব্বং সম্ভূতং লোকসাক্ষিকম‌্ ||  ৪৬   খ
অনুবাদ

সেই সর্বজ্ঞ পুরুষ থেকেই সংবৎসর, ঋতু, মাস, পক্ষ, দিন এবং রাত্রির জন্ম হল। বস্তুত যা কিছুই দৃশ্যমান হচ্ছিল, তা সবই সেই অণ্ডপ্রবিষ্ট পুরুষ থেকে জন্মেছিলেন। সে সময়ে যা কিছুই জন্মেছিল, যাঁরাই সেই সময়ে বর্তমান ছিলেন, তাঁরা সকলেই এই সৃষ্টি-বিস্তারের সাক্ষী ছিলেন।

টিকা

বস্তুত এই জল, পৃথিবী, বায়ু আকাশ, দিক এবং অহোরাত্রি, মাস-বৎসর এগুলি ক্রমান্বয়ে চলতে থাকে এবং তাঁরা আদি-অণ্ডযুক্ত মানুষ এবং প্রাণী জগৎকে দেখতে পান বলেই তাঁরা লোকসাক্ষী।