সৌতিঃ উবাচ
বেদ এবার উত্তঙ্ককে বললেন - বাছা ! আমি তোমার কোন প্রিয় কাজটি করতে পারি ? তুমি ধর্ম অনুসারে আমার সেবার কাজ যেভাবে করেছ, তাতে আমাদের দুজনের মধ্যে ভালবাসা বেড়ে গেছে। আমি তোমাকে অনুমতি করছি, তোমার যা কিছু কাম্য বিষয়, যা তুমি ইচ্ছা কর, তাই তুমি পাবে। এখন তুমি যেতে পার।