সৌতিঃ উবাচ
শোনো সঞ্জয় ! আমি যখন শুনলাম - সত্যপ্রতিজ্ঞ অর্জুন স্বর্গে গিয়ে স্বয়ং দেবরাজ ইন্দ্রের কাছে নিয়মবিধি অনুসারে দিব্য অস্ত্রের প্রশিক্ষণ নিয়েছে এবং দেবরাজও তার প্রশংসা করেছেন, তখন থেকেই আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।