সৌতিঃ উবাচ
শোনো সঞ্জয়! যখন আমি শুনলাম - শত্রুবিধ্বংসী ভীষ্ম যুদ্ধে প্রত্যেক দিন শত্রুপক্ষের দশ হাজার যুদ্ধবীর রথীকে বধ করছেন, কিন্তু শত্রুপক্ষের কোনও প্রসিদ্ধ বীর তাঁর হাতে মারা পড়েননি, তখন থেকেই আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।