সৌতিঃ উবাচ
শোনো সঞ্জয় ! আমি যখন শুনলাম - বিরাটরাজা নিজকন্যা উত্তরাকে অলংকারে সুসজ্জিত করে অর্জুনকে দান করতে চেয়েছেন এবং অর্জুন সেই কন্যাকে নিজপুত্র অভিমন্যুর জন্য গ্রহণ করেছে, তখন থেকেই আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।