সৌতিঃ উবাচ
শোনো সঞ্জয়! যখন আমি শুনলাম, মাদ্রীপুত্র নকুল দ্রোণপুত্র অশ্বত্থামার সঙ্গে দ্বৈরথযুদ্ধে প্রতিদ্বন্দ্বী হয়ে মণ্ডলাকারে যুদ্ধ করে চলেছে, তখন থেকেই আমি আর কৌরবদের জয়ের আশা করিনি।