সৌতিঃ উবাচ
এই মহাভারতের প্রথমে পৌষ্য, পৌলোম এবং আস্তীক - এই তিনটি উপাখ্যান আছে; তারপর কতকগুলি বিখ্যাত বংশের আদিপুরুষের কথা এবং তাঁদের জন্ম-জন্মান্তরের কথা যাকে অংশাবতরণ বলা হয়েছে। তার পর আছে আশ্চর্য এবং রোমাঞ্চকর সম্ভবপর্ব।