সৌতিঃ উবাচ
মাতৃগর্ভে থাকাকালীন অশ্বত্থামার বাণাগ্নিতে দগ্ধ পরীক্ষিতকে কৃষ্ণ পুনরায় জীবিত করেন। এরপরেই অশ্বমেধ যজ্ঞের অশ্বটিকে বিভিন্ন রাষ্ট্রে ঘুরে আসার জন্য ছেড়ে দেওয়া হয় এবং অর্জুন সসৈন্যে সেই অশ্বের পশ্চাতে অনুসরণ করতে থাকেন।