সৌতিঃ উবাচ
হে অশ্বিনীকুমারদ্বয় ! গোরু যেমন বৎস উৎপাদন করে তেমনই তিনশ ষাট দিন এবং তিনশ ষাট রাত্রিতে একটি সংবৎসর সৃষ্টি করেন। এই বৎসর স্বরূপ গোবৎসটি সব কিছুর উৎপাদকও বটে আবার সংহারকও বটে। তত্ত্বজিজ্ঞাসু পুরুষ ঐ গোবৎসটির সহায়-মাধ্যমে গোরুটি থেকে নানা প্রকার শাস্ত্রবিহিত ক্রিয়াকর্ম সম্পাদন করে। এই সমস্ত কর্মের দোহনীয় ফল কিন্তু তত্ত্বজ্ঞানের ইচ্ছা। পূর্বোক্ত গোরুটিকে আপনারা দুই অশ্বিনীকুমারই দোহন করেন।