সৌতিঃ উবাচ
কুন্তীর কাছ থেকে দেবতাহ্বানের মন্ত্র শিখে মাদ্রীও দুই অশ্বিনীকুমারকে আহ্বান করলেন পুত্রলাভের জন্য। এইভাবেই দুর্বাসার মন্ত্রশক্তিতে সমস্ত পাণ্ডবেরা জন্মগ্রহণ করলেন কুন্তী ও মাদ্রীর গর্ভে। কুন্তী এবং মাদ্রী তাঁদের সন্তানদের লালন-পালন-সুরক্ষা দিতে থাকলেন এবং সেই সন্তানেরা আশ্রমবাসী তাপস-মুনিকুমারদের সঙ্গেই বড়ো হতে থাকল।