সৌতিঃ উবাচ
এই অনুক্রমণিকা অধ্যায় মহাভারতের শরীর। এতে সত্যস্বরূপ ব্রহ্ম এবং মুক্তিস্বরূপ অমৃতের কথা বলা হয়েছে। দধির মধ্যে যেমন নবনীতই (ননী) স্বাদুতম এবং মানুষের মধ্যে যেমন সদ্গুণসম্পন্ন ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তেমনই এই অনুক্রমণিকা অধ্যায় মহাভারতের মধ্যে শ্রেষ্ঠ।