সৌতিঃ উবাচ
জনমেজয় কিংবা তাঁর ভাইরা সরমার এই কথার কোনও সদুত্তর দিতে পারলেন না। তখন সরমা তাঁদের বলল - যেহেতু আমার এই বাচ্চা কুকুরটি তোমাদের কোনও অপকারে করেনি, তবু সে তোমাদের কাছে মার খেয়েছে, অতএব তোমাদের ওপরেও অদৃশ্য কোনও ভয় নেমে আসবে।