আদি পর্ব  অধ্যায় ৩

সৌতিঃ উবাচ

ন কিঞ্চিদুক্তবন্তস্তে সা তানুবাচ - 'যস্মাদয়ম্‌ অভিহতো’নপকারী তস্মাদদৃষ্টং ত্বাং ভয়মাগমিষ্যতি' ইতি  |  ৯   ক
অনুবাদ

জনমেজয় কিংবা তাঁর ভাইরা সরমার এই কথার কোনও সদুত্তর দিতে পারলেন না। তখন সরমা তাঁদের বলল - যেহেতু আমার এই বাচ্চা কুকুরটি তোমাদের কোনও অপকারে করেনি, তবু সে তোমাদের কাছে মার খেয়েছে, অতএব তোমাদের ওপরেও অদৃশ্য কোনও ভয় নেমে আসবে।

টিকা