সৌতিঃ উবাচ
তারপর পঞ্চালরাজ সোমকের পুত্র জন্তু-র কাহিনী - যেখানে সোমক রাজা বহুপুত্র লাভের জন্য যজ্ঞ করে সেই যজ্ঞে একমাত্র পুত্র জন্তুকে বলি দিয়েছিলেন এবং এই পুত্রসমর্পণের মতো দুরূহ কাজের ফলস্বরূপ একশত পুত্র লাভ করেছিলেন।