সৌতিঃ উবাচ
এই অনুক্রমণিকা অধ্যায়ে মহাভারতের সার-সংক্ষেপ করা হয়েছে। তারপরেই পর্বসংগ্রহ নামক দ্বিতীয় অধ্যায় বলা হচ্ছে। এবং আদিপর্বে এরপর যথাক্রমে পৌষ্যরাজা, ভৃগুপত্নী পুলোমা,আস্তীক মুনির কাহিনী বর্ণিত হয়েছে এবং মহাভারতীয় চরিত্ররা কে কোন দেবতা বা অসুর কিংবা গন্ধর্বের অংশে জন্মগ্রহণ করেছেন তা বর্ণনা করা হয়েছে অংশাবতরণ পর্বে।