সৌতিঃ উবাচ
ইতিহাস ও পুরাণগুলির মধ্যে যেসব তত্ত্বকথা আছে, যেসব কাহিনী এই ইতিহাস-পুরাণই নির্মাণ করেছে, তা এখানে বিস্তারিত আলোচনা করেছি। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ —এই তিন কাল নিয়ে যে কালের চর্চা, সেই কালের কালোচিত ঘটনা এবং কথাও এখানে আমি বর্ণনা করেছি।