সৌতিঃ উবাচ
যা বললাম, সেই রাজবংশ, ঋষিবংশ, শ্রুতি, লোকশ্রুতি - এই সব কিছুই এই মহাভারতের মধ্যে আনুক্রমিক ভাবে এসেছে এবং সেই গুলিই এই গ্রন্থের লক্ষণ তৈরি করে দিয়েছে। ব্যাস প্রথমে সংক্ষিপ্ত ভাবে এই ইতিহাস বলবেন, আর পরে বলবেন বিস্তারিত ভাবে।