সৌতিঃ উবাচ
বানপ্রস্থ আশ্রম১ অবলম্বনে উন্মুখ ধৃতরাষ্ট্রের সঙ্গে বিদুরও চলতে থাকলেন এবং ধৃতরাষ্ট্রকে এইভাবে চলে যেতে দেখে সৎস্বভাবা কুন্তীও তাঁদের অনুগমন করলেন। পুত্র যুধিষ্ঠিরের রাজ্য পরিত্যাগ করে বানপ্রস্থাশ্রমে ধৃতরাষ্ট্র, গান্ধারী ইত্যাদি গুরুজনদের সেবায় নিযুক্ত হবার জন্য কুন্তী ধৃতরাষ্ট্রের অনুগমন করেছিলেন।
১ শ্রম