সৌতিঃ উবাচ
এই যুবতী দুজন যেন উত্তরায়ণ এবং দক্ষিনায়ন। যুবতীদের শরীরের পরিবর্তনের মতো তিথিগুলি সমস্ত জাগতিক মানুষের পরিবর্তন ঘটাচ্ছে। এরাই বৎসর রূপী তাঁতটিকে চালাচ্ছে। সাদা এবং কালো সুতোর মতো শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ মহাকালরূপী কাপড়টিকে বুনে চলেছে।