সৌতিঃ উবাচ
এরপর অলৌকিক এবং স্বর্গীয় স্বর্গারোহণ পর্বের কথা জানা যায় - যেখানে স্বর্গ থেকে একটি দেবরথ নেমে এসেছিল যুধিষ্ঠিরের জন্য, যদিও তা দেখেও সেই রথে চড়তে চাইলেন না ধর্মরাজ যুধিষ্ঠির। মহাপ্রাজ্ঞ যুধিষ্ঠির তাঁর বহুক্ষণের অনুযাত্রী একটি কুকুরকে সেই দেবরথে নিয়ে যেতে পারছেন না, অথচ তিনি নিজে চলে যাবেন - এই ভাবনাকে একপ্রকার নৃশংসতা ভেবে করুণার্দ্র যুধিষ্ঠির সেই দেবরথে আরোহণ করলেন না।