আদি পর্ব  অধ্যায় ২

সৌতিঃ উবাচ

স্বর্গপর্ব ততো জ্ঞেয়ং দিব্যং যত্তদমানুষম্‌ |  ৩৬১   ক
প্রাপ্তং দৈবরথং স্বর্গান্‌ নেষ্টবান্‌যত্র ধর্মরাট্‌ ||  ৩৬১   খ
আরোঢ়ুং সুমহাপ্রাজ্ঞ আনৃশংস্যাচ্ছুনা বিনা ||  ৩৬১   গ
অনুবাদ

এরপর অলৌকিক এবং স্বর্গীয় স্বর্গারোহণ পর্বের কথা জানা যায় - যেখানে স্বর্গ থেকে একটি দেবরথ নেমে এসেছিল যুধিষ্ঠিরের জন্য, যদিও তা দেখেও সেই রথে চড়তে চাইলেন না ধর্মরাজ যুধিষ্ঠির। মহাপ্রাজ্ঞ যুধিষ্ঠির তাঁর বহুক্ষণের অনুযাত্রী একটি কুকুরকে সেই দেবরথে নিয়ে যেতে পারছেন না, অথচ তিনি নিজে চলে যাবেন - এই ভাবনাকে একপ্রকার নৃশংসতা ভেবে করুণার্দ্র যুধিষ্ঠির সেই দেবরথে আরোহণ করলেন না।

টিকা