আদি পর্ব  অধ্যায় ১

মহাভারত কথা

অভিবাদ্য মুনীংস্তাংস্তু সর্বানেব কৃতাঞ্জলিঃ |  ৬   ক
অপৃচ্ছৎ স তপোবৃদ্ধিং সদ্ভিশ্চৈবাভিপূজিতঃ ||  ৬   খ
অনুবাদ

আশ্রমে সমাগত উগ্রশ্রবা সৌতিকে আশ্রমিক সাধুজনেরা স্বাগত প্রশংসায় ভরিয়ে দিলেন। প্রশংসায় আপ্লুত উগ্রশ্রবাও সমস্ত মুনিদের হাত জোড় করে প্রতিনমস্কার জানালেন। তারপর বললেন - আপনাদের সকলের তপস্যার কুশল তো?

টিকা

কারো সঙ্গে দেখা হলে আমরা যেমন শারীরিক-মানসিক কুশল জিজ্ঞাসা করি, তেমনি সেকালের দিনে বৈরাগ্যবান তপস্বী ঋষি-মুনির সঙ্গে দেখা হলে তাঁর তপোবৃদ্ধির কামনা করা হত। কালিদাসের নাটকে তপোবনবাসিনী শকুন্তলাকে প্রথম দেখেই রাজা দুষ্যন্ত এই প্রশ্ন করেছেন - আপনার তপস্যার বৃদ্ধি ঘটছে তো - অপি তপো বর্ধতে? (অভিজ্ঞানশকুন্তলম্‌ ১ম অঙ্ক)