ঋষয় উচুঃ
এই গ্রন্থ রচনা করে বেদব্যাস সত্যিই বড়ো আশ্চর্য কাজ করেছিলেন। কেননা এই গ্রন্থের মধ্যে চারটি বেদের অর্থই নিহিত আছে। ফলত (এই যজ্ঞস্থলে অবৈদিক কিছু হচ্ছে না বলেই) আমরা আশ্রমিক ঋষি-মুনি-তপস্বীরা সেই মহাভারতের কথাই আপনার কাছে শুনতে চাই।