সৌতিঃ উবাচ
মহাভারত এক বিশাল ব্যাপ্ত মহাজ্ঞানের বস্তু। ঋষি ব্যাস সেই মহাজ্ঞান বিস্তারিতভাবেও প্রকাশ করেছেন, আবার সংক্ষিপ্তভাবেও সেটা বলেছেন। বিদ্বান মানুষের এটাই দস্তুর যে, তাঁরা জ্ঞানের বিষয়কে সংক্ষেপেও (সমাস)১ মনে রাখেন, আবার বিস্তারিতভাবেও (ব্যাস)২ সেটা ধারণ৩ করে রাখেন।
১ সমসনং সমাসঃ। কোনো বিস্তারিত বিষয় অথবা শব্দকে সংক্ষিপ্ত করে ফেলার নাম সমাস।
২ ব্যাস মানে যেটা ভেঙে ভেঙে বিস্তারিতভাবে বলা হয়।
৩ কৌটিল্যের অর্থশাস্ত্রে বিদ্যা-লাভের প্রক্রিয়ার মধ্যে শ্রবণ করে বিদ্যা গ্রহণের পরেই সেই বিদ্যা সংক্ষিপ্তভাবে বিস্তারিতভাবে মস্তকে ধারণ করার কথা বলা হয়েছে। অধীত বিদ্যা মনে রাখাটাই ধারণ।