সৌতিঃ উবাচ
তাতে গুরু তাঁকে বললেন - তুমি যে এইভাবে জীবন চালাচ্ছ, এটা কিন্তু গুরুর প্রতি শ্রদ্ধার কোনও বৃত্তি নয়। যে ভিখারীরা ভিক্ষা করেই জীবন চালায়, তাদের জীবনধারণে তুমি ব্যাঘাত ঘটাচ্ছ এবং এইভাবে তুমি লোভী হয়ে উঠছ।