ব্রহ্মা উবাচ
এই কথা শুনে ব্রহ্মা বললেন—যাঁরা তপস্যায় শ্রেষ্ঠত্ব লাভ করেছেন, তাঁদের চেয়ে তো বটেই, আর যাঁরা বিশিষ্ট মুনিরা আছেন, তাদের সবার চেয়ে আমি তোমাকে শ্রেষ্ঠ বলে মনে করি এবং তা এই কারণে যে সমস্ত বিশিষ্ট শাস্ত্রের অন্তর্গত রহস্যটি তুমি জানো।