আদি পর্ব  অধ্যায় ১

সৌতিঃ উবাচ

জরামৃত্যুভয়ব্যাধিভাবাভাববিনিশ্চয়ঃ |  ৮৫   ক
বিবিধস্য চ ধর্ম্মস্য হ্যাশ্রমাণাং চ লক্ষণম‌্ ||  ৮৫   খ
অনুবাদ

মানুষের জীবনে যেমন ক্রমপরিণতি ঘটে, যেমন কৈশোর, যৌবন, জরা এবং মৃত্যু পর্যন্ত পরিণতি - তার মধ্যে আবার নানান ভয়, আধি-ব্যাধি — সেসবের কথাও এখানে বলা হয়েছে, ঠাকুর ! জগতের সমস্ত পদার্থের সত্য এবং মিথ্যা—তারও বিচার করা হয়েছে এখানে। আর জীবনের মধ্যে চলমান যে শতরকমের বৃত্তি, ধর্ম এবং আশ্রম অর্থাৎ ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস—সেগুলির লক্ষণও এই মহাভারতের মধ্যে আলোচিত হয়েছে।

টিকা