আদি পর্ব  অধ্যায় ১

সৌতিঃ উবাচ

তস্য বৃক্ষস্য বক্ষ্যামি শাখাপুষ্পফলোদয়ম্ |  ১১৬   ক
স্বাদুমেধ্যরসোপেতমচ্ছেদ্যমমরৈরপি ||  ১১৬   খ
অনুবাদ

সৌতি বললেন — আমি এই মহাভারতবৃক্ষের বর্ণনা করব। এই বৃক্ষের চিরকালীন পুষ্পগুলি কেমন করে বিকশিত হয়ে উঠেছে, কেমন করে সেই সব পুষ্পের ফলে পরিণতি ঘটছে, সে সব কথা আপনাদের শোনাবো আমি। সে ফল এমনই স্বাদু, এমনই পবিত্র সে ফলের রস যে, দেবতারাও তা ছিন্ন ধারায় গ্রহণ করতে চান না।

টিকা