সৌতিঃ উবাচ
জনমেজয় সেই পুরোহিতকে নিয়ে ফিরে এসে ভাইদের বললেন - আমি এঁকে পৌরোহিত্যে বরণ করেছি। ইনি যা বলবেন, সেই কাজ নির্বিচারে তোমরা পালন করবে। জনমেজয় এই কথা বললে তাঁর ভাইরা তাঁর কথামতোই চলতে লাগলেন। ওদিকে ভাইদের ওইভাবে নির্দেশ দিয়ে জনমেজয় তক্ষশিলার দিকে চলে গেলেন এবং সেই দেশকে তিনি নিজের অধিকারে নিয়ে এলেন।