আদি পর্ব  অধ্যায় ৩

সৌতিঃ উবাচ

স তং পুরোহিতমুপাদায়োপাবৃত্তো ভ্রাতৃনুবাচ ময়া’য় বৃত উপাধ্যায়ো যদয়ং ব্রূয়াত্তৎকার্যমবিচারয়দ্ভির্ভবদ্ভিরিতি। তেনৈবমুক্তা ভ্রাতরস্তস্য তথা চক্রুঃ স তথা ভ্রাতৃন্‌সন্দিশ্য তক্ষশিলাং প্রত্যভিপ্রতস্থে তং চ দেশ বশে স্থাপয়ামাস |  ২০   ক
অনুবাদ

জনমেজয় সেই পুরোহিতকে নিয়ে ফিরে এসে ভাইদের বললেন - আমি এঁকে পৌরোহিত্যে বরণ করেছি। ইনি যা বলবেন, সেই কাজ নির্বিচারে তোমরা পালন করবে। জনমেজয় এই কথা বললে তাঁর ভাইরা তাঁর কথামতোই চলতে লাগলেন। ওদিকে ভাইদের ওইভাবে নির্দেশ দিয়ে জনমেজয় তক্ষশিলার দিকে চলে গেলেন এবং সেই দেশকে তিনি নিজের অধিকারে নিয়ে এলেন।

টিকা