সৌতিঃ উবাচ
এদিকে সূর্য অস্ত যাওয়ার পরেও উপমন্যুকে ফিরে আসতে না দেখে গুরু শিষ্যদের বললেন - আমি উপমন্যুকে খাবার ব্যাপারে সব কিছুতেই নিষেধ করেছি। হয়তো সেই জন্যই আমার ওপরে সত্যিই ক্রুদ্ধ হয়েছে এবং সেইজন্যই সে ফিরে আসছে না। অনেকক্ষণ হয়ে গেছে, তবুও সে ফিরে আসেনি। আমার মনে হয় এখন তাকে খোঁজা উচিত। এই কথা বলে গুরু আপোদধৌম্য শিষ্যদের সঙ্গে বনে গিয়ে তাকে ডাকার জন্য চীৎকার করে বললেন - উপমন্যু ! বাছা তুমি কোথায় ? এসো এখানে।