সৌতিঃ উবাচ
এরা সকলেই বিবস্বান ব্রহ্মার পুত্র। এঁদের সর্বকনিষ্ঠের নাম মনু। এই মনুর ছেলের নাম দেবভ্রাট্১ এবং দেবভ্রাট্-এর ছেলের নাম সুভ্রাট্২ ।
১ দেবভ্রাট্ অর্থাৎ দেবতাদের মধ্যেও যিনি ভ্রাজমান। এঁকে সূর্য বলেই ভাবা যায়।
২ সুভ্রাট্-কেও আমরা সূর্যের অপর নাম বলে মনে করি।