সম্ভবো জতুবেশ্মাখ্যং হিড়িম্ববকয়োর্বধঃ | 
৮৭   ক
তথা চৈত্ররথং দেব্যাঃ পাঞ্চাল্যাশ্চ স্বয়ংবরঃ || 
৮৭   খ
অনুবাদ
এরপর সম্ভবপর্ব যেখানে ধৃতরাষ্ট্র এবং তাঁর পূর্ব এবং উত্তর পুরুষদের জন্মের কথা বলা হয়েছে। তারপর জতুগৃহদাহ এবং পর পর হিড়িম্ব রাক্ষস এবং বকরাক্ষসের বধের কাহিনী। তারপর গন্ধর্ব চিত্ররথের উপাখ্যান এবং পাঞ্চালী দেবী দ্রৌপদীর স্বয়ংবর-কথা।